তুতেনখামেনের সমাধিতে রাণী নেফারতিতির গোপন কুঠুরি

মিশরের প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, রাজা তুতেনখামেনের সমাধিতে তারা এমন একটি গোপন কুঠুরি থাকার প্রমাণ পাচ্ছেন যেখানে হয়তো রাণী নেফারতিতির কবর ছিল। মিশরের প্রত্মতত্ত্ব বিষয়ক মন্ত্রী মাহমুদ আল ডামাটি বলেছেন, যদি সত্যি সত্যি এরকম এক গোপন কুঠুরি খুজে পাওয়া যায় সেটা হবে শতাব্দীর সবচেয়ে বড় আবিস্কার।

লাক্সারের এই অত্যন্ত প্রাচীন স্থানটিতে প্রত্নতত্ত্ববিদরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। সেখানে রাজা তুতেনখামেনের সমাধির উত্তর দিকের দেয়ালের যে স্ক্যান করা হয়েছে, তা এখন জাপানের বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখছেন।

নীল নদীর তীরে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী যে সভ্যতা গড়ে উঠেছিল একটা লম্বা সময় ধরে তা শাসন করেছেন রাণী নেফারতিতি এবং তার স্বামী ফারাও আখেনাটেন। কারও কারও ধারণা তুতেনখাম হয়তো রাণী নেফারতিতির সন্তান ছিলেন।