কর পরিশোধ করলেন আমির

অসহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুলে যখন দেশজুড়ে বিতর্কের কেন্দ্রে বলিউড সুপারস্টার আমির খান, ঠিক তখনই আরও এক সমস্যার সম্মুখীন হলেন তিনি। জানা গেছে, বকেয়া জমির কর চেয়ে সম্প্রতি আমিরের বাড়িতে চিঠি পাঠিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রশাসন সূত্রে খবর, উত্তরপ্রদেশের আখতিয়ারপুর গ্রামে আমিরের একটি পারিবারিক বাড়ি রয়েছে। সেখানেই চাষের জমির ৮১৭ টাকা কর বাকি রয়েছে। অবিলম্বে বকেয়া কর মিটিয়ে দেওয়ার জন্য আমিরকে নির্দেশ দেন সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট শাহবাদ অশোক শুক্ল।
তবে এই কর-সংক্রান্ত বিতর্কে যে যাই বলুন না কেন, খবর পাওয়া গেছে আমির প্রশাসনের সব বকেয়া কর পরিশোধ করে দিয়েছেন।