মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর দাবি জাপার

অনলাইন রিপোর্ট:
আসন্ন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় আরও ১০ দিন বাড়ানোর দাবি জানিয়েছে জাতীয় পার্টি। এছাড়া নির্বাচন সুষ্ঠু করতে আরও কয়েকটি সুনির্দিষ্ট দাবি পেশ করেছে দলটি।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে এই দাবি জানায় সংসদের প্রধান বিরোধী দল জাপা। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। প্রতিনিধি দলে আরও ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, আবু হোসেন বাবলা, সালমা ইসলাম ও সাইদুর রহমান টেপা।
জাপা প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন। বৈঠক শেষে জিয়াউদ্দিন বাবলু সাংবাদিকদের ব্রিফিং করেন।
বাবলু বলেন, এবারই প্রথমবারের মতো দলীয়ভাবে অনুষ্ঠিত হচ্ছে পৌরসভা নির্বাচন। এই নির্বাচনে অনেকগুলো কাগজপত্র জমা দিতে হবে প্রার্থীদেরকে। তাছাড়া দলীয়ভাবে প্রার্থী বাছাইয়েও কিছুটা সময়ের প্রয়োজন। এজন্য আমরা মনোনয়নপত্র দাখিলের জন্য ১০ দিন সময় চেয়েছি।
জাপা মহাসচিব বলেন, আমরা সিইসিকে নির্বাচন পেছানোর দাবিও জানিয়েছিলাম। কিন্তু কমিশন বলেছে, জানুয়ারিতে এসএসসি পরীক্ষা রয়েছে। এছাড়া আরও কিছু কারণে নির্বাচন আর পেছানোর কোনো সুযোগ নেই।
জিয়াউদ্দিন বাবলু জানান, সরকারি দল আওয়ামী লীগের মতো তারাও সাংসদদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের সুযোগ চেয়েছেন।
এছাড়া নির্বাচন সুষ্ঠু ও বিতর্কহীন করতে তারা কমিশনকে কিছু সুপারিশ পেশ করেছেন। কমিশন তাদের সুপারিশগুলোর ব্যাপারে আশ্বাস দিয়েছে বলে জানান জাপা মহাসচিব।