ভারত-পাকিস্তান সিরিজ হতে পারে বাংলাদেশে!

এই তথ্য জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার।তিনি বলেছেন, শ্রীলংকায় ভারত-পাকিস্তান সিরিজের বিষয়টি এখনো নিশ্চিত নয়। বাংলাদেশেও এই সিরিজ অনুষ্ঠিত হতে পারে।সরকারও এখনো নিশ্চিত করে কিছু বলেনি। তারা এখনো সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানান শাহরিয়ার। তিনি সরকারকে এই বিষয়ে একটি চিঠি লিখেছেন।

শাহরিয়ার বলেন, শ্রীলংকায় খেলা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।কারণ ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলংকায় বৃষ্টির সম্ভাবনাই বেশি। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকেও রাখা হচ্ছে।

বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বর্তমানের ভাল যাচ্ছে না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে শাহরিয়ার বলেন, সরকার বাংলাদেশকে পরামর্শ দিয়েছে যে, অতীত ভুলে গিয়ে সামনের দিকে এগুতে।তবে এখনো বিষয়টি পরিষ্কার নয়।কয়েকদিনের মধ্যেই বিষয়টি জানা যাবে।