
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ও সিরিজ জেতার পরে স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে প্রশংসায় ভরিয়ে দিলেন ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি।
অশ্বিনকে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর স্পিনার বললেন মেন ইন ব্লু দলের ক্যাপ্টেন।
বিরাট বলেন, ‘অশ্বিন দুর্দান্ত বোলিং করেছেন। সে এই মুহূর্তে বিশ্বের এক নম্বর স্পিনার। ওর জন্য আমরা শ্রীলঙ্কায় টেস্ট জিতেছি। ও না থাকলে হয়ত শ্রীলঙ্কায় টেস্ট জেতা সম্ভব হত না।’
পিচ ও উইকেট-কে অবশ্য দোষেননি ভারত অধিনায়ক। বরং তিনি নাগপুরের উইকেটকে চ্যালেঞ্জিং বলে অ্যাখা দিয়েছেন। উইকেট নিয়ে কী বলছেন বিরাট?
ইন্ডিয়া ক্যাপ্টেন বলেন, ‘উইকেট খুব চ্যালেঞ্জিং। এই উইকেটে যেভাবে ব্যাটিং করার দরকার ঠিক তেমনই ব্যাট করেছি।’
অশ্বিনের পাশাপাশি ইশান্ত শর্মা ও বিপক্ষ বোলার মর্কেলের প্রশংসা করেছেন বিরাট।
তিনি বলেন, ‘উইকেট না পেলেও ভালো বোলিং করেছেন ইশান্ত। পাশাপাশি মর্কেলও ভালো বোলিং করেছেন। ও আমাদের বেগ দিয়েছে।’